ড্রেস মেকিং এন্ড টেইলরিং
About Course
টেইলরিং প্রশিক্ষণের মাধ্যমে আপনিও যুক্ত হতে পারেন তৈরী পোশাক শিল্পের সাথে অথবা ব্যাক্তিগতভাবে শুরু করতে পারেন আপনার নিজের ব্যবসা।কোর্সের বর্ণনা
বাংলাদেশের অর্থনীতিতে তৈরী পোশাক শিল্প বিশাল ভূমিকা পালন করছে। তৈরী পোশাক শিল্পের সম্প্রসারণ বাংলাদেশের সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করেছে। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছাড়াও তৈরী পোশাক শিল্পে ৪০ লক্ষ নারী পুরুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন যাত্ৰায় লক্ষণীয় পরিবর্তন সাধন করেছে। টেইলরিং প্রশিক্ষণের মাধ্যমে আপনিও যুক্ত হতে পারেন তৈরী পোশাক শিল্পের সাথে অথবা ব্যক্তিগত ভাবে শুরু করতে পারেন আপনার নিজের ব্যবসা। কেননা বর্তমানে রয়েছে টেইলরিং এ ব্যাপক চাহিদা।
ঐক্যএসএমইডিজিটালইনস্টিটিউট এর মাধ্যমে ঘরে বসেই অনলাইনে শিখুন বিভিন্ন ধরণের সেলাই, কিভাবে কাপড়ের নকশা করা যায়, কিভাবে কাপড় কেটে জামা তৈরী করা যায়। প্রশিক্ষণ নিন, ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটের সাথে আপনিও হয়ে উঠুন একজন উদ্যোক্তা।